Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
Principal Message
বিস্তারিত

বান্দরবান সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বাংলাদেশের কারিগরি শিক্ষাঙ্গনে একটি সুপরিচিত এবং সর্বজন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানι মানব সম্পদ উন্নয়ণ এবং দারিদ্র বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্যι এতদাঞ্চলের বিশাল পাহাড়ী জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য ι বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও মানসম্মত কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা প্রদান করে আসছেι বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত এ প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি, ব্যবহারিক বিষয়ে অধিকগুরুত্ব আরোপ, প্রশিক্ষক-প্রশিক্ষার্থী ঘনিষ্ঠ সম্পর্ক দক্ষ জনশক্তি তৈরী এবং পাবলিক পরীক্ষায় সাফল্য প্রশংসিত হয়ে আসছেι একটি আধুনিক প্রযুক্তি নির্ভর, সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংঙ্খলা জাতি গঠনে বান্দরবান সরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র টি তার দায়িত্ব পালনে সব সময় দৃঢ় প্রত্যয়ীι ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি ওয়েব সাইট খোলার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ তথা চলমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর পৃথিবী গড়ার স্বপ্নের সাথে যুক্ত হলোι

এই প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের সুবিধা প্রদানে সীমিত তথ্য প্রদানের মাধ্যমে এই ওয়েব সাইট যাত্রা শুরু করেছেι পর্যায় ক্রমে এই ওয়েব সাইটের মাধ্যমে আরও ব্যাপক ভাবে সকল শ্রেণীর ব্যবহারকারীর জন্য তথ্য প্রদান করতে এই প্রতিষ্ঠান অঙ্গীকার বদ্ধι

আমি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছিι

(ইঞ্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া)
অধ্যক্ষ
বান্দরবান সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
বান্দরবানι
ফোন নং-০৩৬১-৬২৮৬৭
ওয়েবসাইট :www.bandarbanttc.gov.bd

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/05/2019
আর্কাইভ তারিখ
06/04/2020